|
বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের জুলাই/২০২৩ইং সাধার সভার কার্যবিবরনী
সভাপতিঃ জনাব আবদুল গফুর,চেয়ারম্যান ৪নং বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ,পরশুরাম,ফেনী।
তারিখঃ ১৩/0৭/২০২3 ইং সময়ঃ ১০ ঘটিকা
সভার স্থানঃ ইউপি কমপ্লেক্স ভবন মিলনায়তন।
সভায় উপস্থিত সদস্যবৃন্দঃ উপস্থিত সদস্যবৃন্দ তালিকা (পরিশিষ্ট ক)
সভাপতি সাহেব অধ্যকার সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিযে সভার কাজ আরম্ব করেন। এবং অদ্য সভার আলোচ্যসূচি অনুযায়ী ধারাবাহিক ভাবে নিন্মোক্ত আলোচ্যবিষয়াদির উপর বিষদ আলোচনা ও সিদ্ধান্ত সমূহ গৃহিত হয়।
ক্র. |
আলোচ্যসূচি |
বিস্তারিত আলোচনা |
সিদ্ধান্ত |
দায়িত্বপ্রাপ্ত সংস্থা/ব্যাক্তি |
০১ |
পূর্ববত্তী সভার কায্যবিবরনী পাঠ ও অনুমোদন |
সভার বিগত কার্যবিবরনী পাঠকরে শুনানো হয়। |
উক্ত প্রস্তাবটি সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিতহয়। |
ইউপি চেয়ারম্যান ইউপি সচিব/ ইউপি সদস্য/সদস্যাবৃন্দ এবং |
০২ |
বয়স্ক,বিধবা,প্রতিবন্ধি ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন সংক্রান্ত |
আলোচনাক্রমে জানা যায় যে, আগামী ২৪-০৭-২০২৩ইং ১,২,৩,৪,৫ নং ওয়ার্ড এবং২৫/০৭/২০২৩ ইং ৬,৭,৮,৯ নং ওয়ার্ডের বয়স্ক,বিধবা ও স্বামি পরিত্যক্ত এবং প্রতিবন্ধি ভাতা ভৌগিদের লাইভ ভেরিফিকেশন কায্যক্রম শুরু হবে এই বিষয় আলোচনা পর্যালোচনা করে বহুল প্রচার ও প্রসার করার নিমিত্তে আলোচনা হয়। যারা উক্ত লাইভ ভেরিফিকেশন করবেনা আগামীতে তাদের নিকোজ ও মৃত হিসেবে গন্য করা হবে। তাই সকল ইউপি সদস্যকে এই বিষয় অবহিত করা হয়। এবং ইউনিয়ন পরিষদ এই কায্যক্রম একদিন সারা ইউনিয়ন মাইকিং করানো হবে। |
উক্ত প্রস্তাবটি সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিতহয়। |
উপজেলা সমাজসেবা অফিসার, ইউপি চেয়ারম্যান ইউপি সচিব/ ইউপি সদস্য/সদস্যাবৃন্দ |
০৩ |
টিসিবি পন্য বিতরন সংক্রান্ত |
আলোচনাক্রমে জানা যায় যে, আগামী ২৩/০৭/২৩ ইং রবিবার ১০৩০ পরিবারের মাঝে টিসিবি পন্য বিতরন করা হবে। তবে এই মাস থেকে টিসিবি পন্য ৫কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। তেল ২ কেজি ২০০টাকা, ডাল ২ কেজি ১২০ টাকা চাউল ৫কেজি ১৫০ টাকা ব্যাগ ১০ টাকা মোট ৪৮০ টাকা করে উপকারভৌগী নিয়ে আসতে হবে। |
উক্ত প্রস্তাবটি সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিতহয়। |
ইউপি চেয়ারম্যান ইউপি সচিব/ ইউপি সদস্য/সদস্যাবৃন্দ |
০৪ |
বিবিধ |
আলোচনাক্রমে জানা যায় যে, ইউপি সচিব সভায় জানান যে, ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল দ্বারা বিগত জুলাই-২৩ মাসের খরচের বিবরনী বিল প্রদান করা হয়। উক্ত ব্যায় বিবরনী অনুমোদন এর জন্য সভায় উপস্থাপন করেন। আদায় কমিশন খরচ=১১৮৮০ টাকা, বং ইউপি সদস্যদের জুন-২৩ মাসের ইউপি অংশ ভাতা প্রদান= ৫৮৩০০/- খরচ করা হয়। আগস্ট -২৩ মাসের সর্ব মোট আয়=৯০,৪০০টাকা আগস্ট-২৩ মাসের খরচ=৭০১৮০ টাকা সমাপনি জের=২৯৯১৯ টাকা |
উক্ত প্রস্তাবটি সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়। |
ইউপি চেয়ারম্যান ইউপি সচিব/ ইউপি সদস্য/সদস্যাবৃন্দ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস