ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কায্যবলী
স্থানীয় সরকার (ইউনিয় পরিষদ) অধ্যাদেশ এর ৩০, ৩১, ও ৩৩ ধারায় ইউনিয়ন পরিষদের কার্যাবলী বিদ্যমান। এই কার্যাবলী মূলত পাঁচ ভাগে বিভক্ত (১) পৌর কার্যাবলী (২) পুলিশ ও নিরাপত্তা (৩) রাজস্ব ও প্রশাসক (৪) উন্নয়ন ও দারিদ্রতা দূরীকরণ এবং (৫) বিচার।
পৌর কার্যাবলীর মধ্যে ১০টি বাধ্যতামূলক ৩টি ঐচ্ছিক।
প্রতিনিয়ত যে কাজগুলি ইউনিয়ন পরিষদ করে তাহলোঃ
১। সনদ প্রদানঃ(ক) জন্ম নিবন্ধন (খ) মৃত্যু (গ)ওয়ারিশ (ঘ) আর্থিক স্বচ্ছলতা
(ঙ) বিবাহিত ইত্যাদি।
২। তথ্য সংগ্রাহ সরবরাহঃসরকারের গুরুত্ব তথ্য জনগনকে অবহিতকরণ এবং জনগনের সমস্যা সরকারের সংশিষ্ঠ বিভাগকে অবহিতকরণ।
৩। প্রশাসনিক সহযোগীতাঃসরকারের বিভিন্ন কাজে যেমন রাজস্ব আদায় আইন শৃঙ্খিলা রক্ষা, উন্নয়ন, পরিকল্পনা বাস্তবায়নে সহযোগীতা প্রদান।
৪। স্থানীয় আইন শৃঙ্খিলা রক্ষাঃআইন শৃঙ্খিলা বিঘ্ন হতে পারে এমন কাজ নিয়ন্ত্রন করা, চুরি, ডাকাতি, রাহাজানী প্রতিরোধের ব্যবস্থা করা।
৫। বিচারঃপল্পী আদালতের মাধ্যমে সাধারনত ৩ ধরনের বিচার কার্য্য চালানো হয়। ফৌজধারী, দেওয়ানী ও পারিবারিক মামলা চালানোর ক্ষেত্রে বাদী আদালতের এখতিয়ারের বাহিরে অভিযোগ আসলে তা সংশ্লি আদালতে প্রেরণ করা হয়।
মামলা চালানোর ক্ষেত্রে বাদীর অভিযোগ পেয়ে বিবাদীকে সময় দেওয়া হয়। বিবাদী হাজির হলে উভয় পক্ষের প্রতিনিধি নিয়ে যৌ গঠন কারা হয় (২+২+১+)= ৫জন নিয়ে উভয় পক্ষের প্রতিনিধিদের দিয়ে দেওয়ানী আদালতে বিচার করা হয়। ফৌজধারীর ক্ষেত্রে স্বাক্ষী নেওয়া হয়। দোষগুণ বিবেচনা করে রায় দেওয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস